সময়কাল ডেস্ক :ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে গেছে। এসময় ১৫টি দোকানও পুড়ে ছাই হয় বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটিটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদী পড়ে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটিটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে যায়। এসময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics