সময়কাল নিউজ
সময়কাল নিউজ

নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়

নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনের বেসরকারীভাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড.শিব শংকার দাস নির্বাচিত হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৬৪ ভোট। নৌকা মনোনীত প্রার্থী এড.শিব শংকর দাস পেয়েছেন ৬৭২৫ ভোট তার নিকটতম প্রতিদ্ধন্দি প্রার্থী মেয়র মাঈন উদ্দিন মাইনু স্বতন্ত্রপ্রার্থী ভোট পেয়েছেন ৪২২০।
এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় আওয়ামীলীগের কেউ আগে মেয়র পদে জয় লাভ করতে পারেনি। ২০০৩ সালে জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া। ২০১৪ সালের পৌরসভার প্রথম নির্বাচনে জয় লাভ করেন বর্তমান মেয়র বিএনপি সহসভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিজয়ের পর দলের নেতা কর্মীরা শহরের বিভিন্নস্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। বিজয়ী প্রার্থী এড. শিব শংকর দাস বলেন, দল ও জনগনের বিজয় হয়েছে।

সময়কাল নিউজ