ওমর ফারুক খান নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের নিচে পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র
মৃত্যু মোঃ পিয়াস(১৬) উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের মোঃ খলিল হোসেনের ছেলে। সে জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগে পড়াশোনা করতো।
আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধান মাড়াই করার জন্য ইউনিয়নের ভিটা কাজিপুরের উদ্দেশ্যে পিয়াসসহ আরো দুইজন রওনা দেয়। চামটা বিলের ব্রিজে উঠার সময় ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরো দুইজন মেশিন থেকে লাফিয়ে পড়লে মেশিনটি উল্টে পিয়াস এর উপর পড়ে।
আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় পিয়াস মৃত্যু হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics