ওমর ফারুক খান নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবঞ্জ গামী বিআরটিসি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায় ! এতে আহত হয় ১০জন যাত্রী ! প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বেলা ২.৩০ মিনিটে সাদিয়া পেট্টোল পাম্পের পাশে নিয়ন্ত্রন হারিয়ে বিআরটিসির বাসটি উল্টে যায় ! এতে ১০ জন যাত্রী অল্প আহত হলেও কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায় ৷ আহতদের স্থানীয় জনগন উদ্ধার করে স্থানীয় হাঁসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানা যায় ৷
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics