ওমর ফারুক খান নাটোর জেলা প্রতিনিধি:
পিংকির দাবি তার গর্ভের সন্তানের পিতা তারই চাচাতো ভাই এইচএসসি পরীক্ষার্থী সোহাগ।উভয়েই পিতৃহীন।পাশাপাশি বাড়ি।দু’বছর ধরে তাদের মধ্যে চলছিল প্রেম।এ অবস্থায় অন্তঃস্বত্বা হয়ে পড়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী পিংকী।উভয় পরিবারের কেউই বুঝে উঠতে পারছেননা তারা কি করবেন।তবে প্রেমিক সোহাগের বোন তার ভাইকে নির্দোশ দাবি করলেও স্বজনা চাচ্ছেন বিষয়টি নিয়ে রশি টানাটানি না করে একটা সমাধান।ঘটনাটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের।স্বজনরা সমাধান খুজলেও গ্রামবাসী খবর পৌছে দিয়েছে পুলিশের কাছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics