রিয়াদ মাহামুদ – নাঃগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিকশার আরো এক যাত্রী।
২৬ মে মঙ্গলবার বিকেলে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই ঘটনা ঘটে।
নিহত রিকশা চালকের নাম মো. আব্দুল কাফি (৪২) আর আহত যাত্রীর নাম আব্দুল আহাদ (৩৫)। তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ‘রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ শহরগামী সিটি করপোরেশনের একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। ফলে রিকশার চালক ও যাত্রী দুইজন ছিটকে রাস্তার উপরে পরে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে রিকশা চালক আব্দুল কাফি মারা যায়। পরে যাত্রী আব্দুল আহাদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics