সময়কাল নিউজ
সময়কাল নিউজ

নাসিরনগরে প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া,জেলার নাসিরনগরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসার ছাত্রী। বুধবার রাত অনুমান ১০ ঘটিকার সময় ওই মাদ্রাসার শিক্ষার্থী বাথরুমে যাওয়ার পথে মুখে গামচা পেচিয়ে তুলে নিয়ে যায় বখাটে জুনায়েদ ও রায়হান। তারা বাড়ির পাশের একটি জংগলে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসার শিক্ষার্থীকে৷
ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে।ওই গ্রামের ছালাল ভুইয়ার ছেলে রায়হান ভুইয়া ও একই গ্রামের সাহাদ মিয়ার ছেলে জুনায়েদ মিয়া এলাকায় বখাটে হিসাবে পরিচিত।
ভিকটিম ও তার স্বজনরা জানায়,জুনায়েদ মিয়া প্রায় সময় তাকে প্রেমের জন্য ও বিয়ের জন্য প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম আরো বলে আমি তাতে রাজি হয়নি বলে রাত্রে আমাকে বাথরুমে যাওয়ার সময় তুলে নিয়ে যায় জুনায়েদ ও রায়হান। তারা দুইজন আমাকে পাশের একটি জংগলে নিয়ে একজন ধরে রাখে ও আরেক জন ধর্ষণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়- ১৭ বছরের ধর্ষিত শিক্ষার্থী নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল আলীয়া মাদ্রাসার ৯ শ্রেনীতে অধ্যয়নরত ছিল৷ তাকে বখাটে জুনায়েদ প্রায় সময় মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় প্রেমের প্রস্তাব দিতো ও অশালীন ভাষায় তুচ্ছতাচ্ছিল্য করতাে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজেদুর রহমান বলেন- মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মামলা করেছে ভিকটিমের মা৷ তিনি আরোও বলেন অভিযুক্ত আসামীদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়কাল নিউজ