সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে ১ জানুয়ারি ২০২০ খ্রিঃ প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা। তাছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কর্মকর্তা/কর্মচারী, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক, ছাত্র/ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।সভার শেষে প্রধান অতিথি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি ছাত্র/ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics