সময়কাল নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের হাই একাডেমীর ৮ম শ্রেণীর পড়ুয়া শেফালী আক্তার নিখোঁজ খবর পাওয়া গেছে।
তার বাবার নাম ইসমাইল মিয়া ও মা রৌশন আরা বেগম। তিন ভাই দুই বোনের মধ্যে শেফালী আক্তার সবার ছোট।
শেফালীর মামা এনায়েত মিয়া জানায় গত শুক্রবার সকাল ৯টার সময় কাপড় কেনার জন্য শেফালী বাড়ী থেকে বের হয়ে অরুয়াইল বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে আর বাড়ীতে ফিরে নাই। পরে সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ীতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics