সময়কাল নিউজ
সময়কাল নিউজ

নাসিরনগর থেকে ৫ কুখ্যাত কিশোর ডাকাত গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া,জেলার নাসিরনগর থানা পুলিশ গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।তাদের গ্রেপ্তারের ফলে এলাকায় অনেকটা স্বত্বি ফিরে এসেছে।তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাস্তায় ডাকাতি করতো বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। নানিরনগর থানা পুলিশের এস,আই জুলুশ খান পাঠান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বিভিন্ন রাস্তায় ডাকাতির পস্তুতি নেয়াকালে গ্রেপ্তার করে।এ সময় তাদের সাথে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ধারালো দা,পল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের মাঝে দুই জনের বাড়ি নাসিরনগর হলেও তিনজনের বাড়ি পাশ্বর্বতী মাধবপুর উপজেলায় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মাঝে রয়েছে জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ সজল মিয়া( ২০) ও জামাল মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল (রাসেল) (১৯) অপর তিনজন হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেউন্দী বউলা টিলার সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ( নয়ন) (১৯), মির্জাপুর খান্দুরা বাড়ির আমীর মিয়ার ছেলে মোঃ নাদিম মিয়া( ১৯),মধ্য বেজোড়ার বড় বাড়ির জমসেদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২)
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই ফারুক আহমেদ পাটোয়ারী জানায়,তাদের বিরোদ্ধে বিভিন্ন থানা ও আদালতে একাদিক ডাকাতির মামলা রয়েছে।আদালতের মধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।তাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

সময়কাল নিউজ