সময়কাল নিউজ
সময়কাল নিউজ

নাসিরনগর শিশু কাননে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সংবধর্না

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ নাসিরনগর উপজেলায় শিশু কাননের প্রতিষ্ঠাতা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে আজ ১৯ অক্টোবর দুপুর ২ টায় শিশু কানন মাঠ চত্বরে সংবধর্না দেয়া হয়েছে। শিশু কাননের শিক্ষক, ছাত্র/ছাত্রীরা সচিব মহোদ্বয়কে ফুল দিয়ে বরণ করার পর তিনি শিশু কাননের শ্রেণীকক্ষ সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক ছাউনি প্রশান্তি শুভ উদ্ভোধন করেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এর সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের সাবেক সিনিয়র সচিব মাফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আই এম ইডি এর সাবেক অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,শারমিন বেলায়েত, উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,নাসিরনগর ডিগ্রী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনী, আব্দুল হাদি। স্বাগত বক্তব্য রাখেন, নাসিরনগর শিশু কাননের অধ্যক্ষ আব্দুল হক।দ্বীপ্তি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন ভূইয়া, শিক্ষক মিসেস আব্দুল্লাহ প্রমূখ। সংবধর্না অনুষ্ঠান শেষে শিশু কাননের কৃতি ছাত্র/ছাত্রীদের হাতে সম্মাননা পদক প্রদান করেন সংবর্ধিত সচিব মহোদ্বয়।

সময়কাল নিউজ