সময়কাল ডেস্ক :স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর আসগর আলী হাসপাতালে সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি তপন বাগচী। তিনি ১৯৪৫ সালে জন্ম গ্রহণ করেন।
অনুপ ভট্টাচার্য বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন।
এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এ গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দু’টি ‘জনপ্রিয়’ হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics