সময়কাল নিউজ ডেস্ক : পুলিশ বাহিনীর কেউ অপরাধে জড়ালে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে তেজগাঁও কলোনি বাজারে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন, তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি পেতে হবে। ১৫ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা সক্ষম। এই মহামারীর সময়েও তারা ভালো কাজ করছে। কিছু পুলিশ সদস্য খারাপ কাজ করছে এবং এর শাস্তিও ভোগ করছে।’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দায়িত্বরত পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। ২০১৯ সালে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি মিশনে থাকাকালে এবং পরে দেশে ফেরার পর ঢাকার উত্তরার একটি হোটেলে বাদীকে কয়েক দফা ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে মামলায়।
এছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিলের ‘অন্তরঙ্গতা’র বিষয়টিও দেশজুড়ে সমালোচিত হয়েছে।
ইতোমধ্যে সাকলায়েনকে মহানগর গোয়েন্দা পুলিশ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়েছে।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় পুলিশ সদস্যদের বিচারের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘এখনও অনেক পুলিশ সদস্যের অপরাধের বিচার চলছে। সুতরাং অপরাধ করলে শাস্তি পেতে হবে। সে যে কেউ হোক।’
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics