আসাদুজ্জামান আসাদঃ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা এলাকায় করোনা প্রতিরোধে মাসব্যাপী জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি অ্যাডঃমাহবুবুল আলম খোকন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় ইন্ডাষ্ট্রিয়াল স্কুল মাঠ থেকে জিবানুনাশক ছিটানোর কাজ উদ্ভোদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও পৌর মেয়র মিসেস নায়ার কবির। মাহবুবুল আলম খোকন জানান, জীবাণুনাশক স্প্রেতে ব্যবহার করা হয়েছে ২০ লিটার পানির সঙ্গে এক চামচ ব্লিচিং পাউডার। এটি জীবাণুনাশ করতে খুবই উপকারী । আমার ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আমি ইতোমধ্যে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করেছি এলাকার বিভিন্ন মোড়ে। প্রতিদিন প্রায় ৪-৫শ এলাকাবাসী বাজারে আসা-যাওয়ার পথে সাবান দিয়ে হাত ধুয়ে যাচ্ছেন। তিনি বলেন, এতে সফলতার পর এখন আমি এটির পাশাপাশি জীবাণুনাশক স্প্রে তৈরি করে সেটি পৌর এলাকায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও ময়লা নোংরা স্থানের পাশাপাশি সকল বাজার ও যানবাহনে মাসব্যাপী স্প্রে করার জন্য ৪টি বড় স্প্রে মেশিন এর মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা করেছি। আশা করছি, এ কাজে মানুষ উপকৃত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,মজিবুর রহমান বাবুল,রফিকুল ইসলাম,আব্দুল বাছেদ,মামুন মিয়া,লোকমান,শফিক,ইভান,বিপ্লব,হ্রদয়,নুপুর প্রমুখ।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics