আমি মোঃ জামাল উদ্দিন ভূইয়া , চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনয়িন পরিষদ,বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া । গত ২৩-০৫-২০২০ ইং তারিখে আমাকে জড়িয়ে দৈনিক মানবজমনি সহ বভিন্নি অনলাইনে “ বিষ্ণুপুর চেয়ারম্যান একাই বানিয়েছেন ২৫০০ টাকার তালকিা “ শিরুনামে একটি নউিজ আমার দৃষ্টিগোচর হয়ছে। যা সর্ম্পূণ মিথ্যা । এখানে আমার বিরোদ্ধে সরকারের দেওয়া নানান সহায়তা বিষয়ে আমার উপর মিথ্যা চাপানো হয়েছে । আমি সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের হত দরিদ্র, শ্রমিক ও অন্যান্য লোকদের তালিকা প্রণয়ন করেছি। এখানে আমার ইউনিয়নের কিছু মেম্বার তারা পূর্ব বিরোধের জের ধরে আমাকে কয়েকবার হত্যা করার চেষ্টা চালিয়েছে। আমার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা পরিষদে আসে না । তারা পরিষদের সভায় উপস্থিতও থাকে না। তারা আমার পেছনে পেছনে ক্ষতি করার চেষ্টা করে। জনগনের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করে আমার মান সম্মানের উপর আঘাত সৃষ্টি করে। আমার নামে বিভিন্ন মিডিয়াতে মিথ্যা ও গুজব সৃষ্টি করে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার নামে এ সকল মিথ্যা প্রচারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
মোঃ জামাল উদ্দিন ভূইয়া
চেয়ারম্যান
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ
বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics