সময়কাল নিউজ
সময়কাল নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সময়কাল ডেস্ক:
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় বাংলাদেশকে ভারত ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় বলে মন্তব্য করেন এস জয়শঙ্কর। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিতে এ সাক্ষাতে উষ্ণ আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে মোদির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। (সূত্র: বিডি প্রতিদিন)

সময়কাল নিউজ