সময়কাল ডেস্ক :মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পরে গেছে। এসময় অজ্ঞাত পরিচয়ে এক চালক নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে (যশোর ট-১১-১৮৭৭) ট্রাকটি পদ্মা নদী গর্ভে নিমজ্জিত হয়।
এসময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালক ঘটনাস্থলেই নিহত হন।
ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, লাফ দিয়ে নামতে গিয়ে ওই সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য আব্দুস সালাম জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় বলেও জানান তিনি।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics