সিদীপঃ- সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড প্রাক্টিসেস
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার কে. এ. ইয়াসির আরাফাতের উপস্থিতিতে করোনায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপকারভোগী পরিবারের মধ্যে ছিল বিশেষ চাহিদা সম্পন্ন, অসহায়, হতদরিদ্র ও বেদে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী৷, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিদীপ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মাহবুবুল আলম ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ খসরু মিয়া প্রমুখ।
এ ত্রাণের মধ্যে ছিল ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল।
সিদীপ এর কর্মকর্তাগণ জানান, এছাড়া দেশের ৪০ টি উপজেলায় ২০০ করে মোট ৮০০০ পরিবারকে ১১ কেজি করে মোট ৮৮ টন খাদ্য সহায়তা প্রদান করে, এবং ৫২ টি উপজেলার প্রতিটি ১০০০ করে মোট ৫২০০০ হাজার মাস্ক এবং ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২ টি করে মোট ১০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics