এম এ সাঈদ চৌধুরী মামুন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
বিজয়নগরের ১নং বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনের খোলা জায়গায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিতু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাকিব মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও বে-সামরিক বিমান পরিবহন ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সহ-সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুল বারী মন্টু, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর মিরধা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া,আলহাজ্ব শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, বিজয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন,বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়েদুল ইসলাম, বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম,বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল ইসলাম।
এছাড়া সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন বিজয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান,বিজয়নগর উপজেলার ছাত্র লীগের সাবেক সভাপতি ইলিয়াস সরকার, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুনির্মল সাহা,সাধারণ সম্পাদক এমদাদ সাগর, জাতীয় শ্রমিক লীগ বিজয়নগর শাখার সভাপতি নূর আফজল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, বুধন্তী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক শাহীন মোল্লা সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা, কর্মী ও সমর্থকরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়নগরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আমার সময়ে রাস্তাঘাট, বিদ্যুত,শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন যা হয়েছে তা আর কোন এমপি,মন্ত্রী এর আগে করতে পারেনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকলকে আহ্বান জানান।
সন্ধ্যার পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জায়গা হতে আগত শিল্পীরা গান পরিবেশন করেন। আজকের কর্মী সভা বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের মনে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে বলে সভায় আগত কর্মীরা সময়কাল নিউজকে মতামত ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে এই ইউনিয়নে বিপুল ভোটে নৌকা জয় লাভ করবে বলে আশা প্রকাশ করেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics