শেখ মহিউদ্দিন রুবেল: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযান এর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবিকাদেরকে দিন ব্যাপী করোনা ভাইরাস সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রকল্পের পরিচালক সাংবাদিক মিজানুর রহমান এর পরিচালনায় এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ এর সভাপতিত্বে প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও সাপ্তাহিক তিতাস বাণীর সম্পাদক বাবু মৃনাল চৌধুরী লিটন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সীমান্ত খোকন, রাইট টাইমস ২৪ ডট কম এর বাতা সম্পাদক মাইনুদ্দিন চিশতী, সাংবাদিক আরিফুজ্জামান আরিফ, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমূখ। স্বাস্থ্যসেবিকাদেরকে প্রশিক্ষণ ও প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডাঃ শোয়াইব মোঃ মিরাজ, এমবিবিএস(ডিইউ)। এ সময় প্রকল্পের সকল স্বাস্থ্যসেবিকা, সংস্থার সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics