বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ জিতু মিয়া সংবাদ সম্মেলন করেছেন। বেলা ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিতু মিয়া বলেন, যুবলীগ নেতা মোবারক একজন ধান ব্যবসায়ী এবং সে কোন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত না। আমি যুবলীগ নেতা মোবারক সম্পর্কে কোন সাংবাদিককের কাছে কোন বক্তব্য দেয় নাই। সংবাদটিতে আমাকে জড়িয়ে যে বক্তব্য ছাপা হয়েছে। তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ‘বিজয়নগরের যুবলীগ নেতার ত্রাসের রাজত্ব শিরোনামে’ একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বুধন্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ জিতু মিয়া যুবলীগ নেতা মোবারক হোসেনকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে একাধিক জেলা প্রশাসনে অভিযোগ দেয়া হলেও কোন কিছু হচ্ছে না বলেন।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics