ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা-যাচাই পরিক্ষা-২০১৯ আজ উপজেলার দাউদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমগ্র উপজেলা থেকে উক্ত এসোসিয়েশনের অন্তর্ভূক্ত ৭৫ টি কিন্ডার গার্টেনের মধ্যে ৫২ টি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সর্বমোট ১০১০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৪৬০ জন ছাত্র এবং ৫৫০ জন ছাত্রী । এতে সকাল ১০ টা থেকে ১২.৩০ এবং দুপুর ১.৩০ থেকে বিকাল ৪ টা মোট দুই ধাপে পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষায় পরিক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা। কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন অত্র এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ শাহ আলম। কেন্দ্র পরিদর্শকের দ্বায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন ভ’ইয়া ও সহ সভাপতি মামুনুর রহিম চৌধুরী । হল সুপারের দ্বায়িত্বে ছিলেন, মোঃ এফতেহারুল ইসলাম, মোঃ শাহীন আলম, মোঃ কামাল হোসেন, মোঃ আজীম উদ্দিন, মোঃ শামীম উদ্দিন । সকাল থেকেই ছাত্র/ছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সমগ্র উপজেলা থেকে প্রচন্ড কুয়াশা ও শীতকে উপেক্ষা করে পরিক্ষার কেন্দ্রে উপস্থিত হন। অভিভাবকরাও বিপুল উৎসাহে তাদের সন্তানকে নিয়ে আসেন। তাদের জন্য উক্ত বিদ্যালয়ের মাঠে ছামিয়ানার মাধ্যমে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics