সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগরে ছেলের ভুলে মা হাজতে

বিজয়নগর সংবাদদাতা::
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলের ভুলে মা হাজত খাটছে বলে তথ্যসূত্রে জানা গেছে। উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছাঃ নিলুফা বেগমের ছেলে মোঃ সাইফুল ইসলাম হত-দরিদ্র ভোক্তাদের খাদ্য বান্ধব ও ভিজিডির চাউল উক্ত ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় বসবাসরত হত দরিদ্র ও কার্ডধারী লোকদের নিকট থেকে নগদ টাকায় ১৮ বস্তা চাউল ক্রয় করে তার নিজ বাড়ি অর্থাৎ মহিলা মেম্বারের বাড়িতে জমা রাখেন। তখন তার মা মহিলা মেম্বার জমিতে ধানের কাজ করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন উক্ত চাউল জব্দ করে তার মা নিলুফা মেম্বারকে খবর পাঠিয়ে আটক করেন। পরে বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার( ভ’মি) মোঃ মাহবুবুর রহমান উক্ত মহিলা মেম্বারকে ভ্রাম্যমান আদালতে এক বছরের সাজা প্রদান করেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। এলাকাবাসী দাবী করছেন যে, নিলুফা মেম্বার একজন সৎ ও ভাল মানুষ । তারা তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করেছেন। সে এ কাজ করতে পারে না । তার ছেলে না বুঝে ভোক্তাদের কাছ থেকে চাউল ক্রয় করেছেন এ ব্যাপারে সে কিছুই জানেন না। এ দিকে ভোক্তাদের সাথে আলোচনা করে জানা যায়, তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করতে এ চাউল গুলো বিক্রি করেছেন। উক্ত পরিষদের মেম্বার মোঃ আবুল হোসেন সাংবাদিকদেরকে জানান, নিলুফা একজন ভাল মানুষ হয়তু তার ছেলে যে কাজটা করেছেন এ বিষয়ে সে অবগত ছিল না। এ দিন সে জমিতে কাজে ব্যস্ত ছিল। আমরা তার মুক্তি কামনা করছি। এ দিকে উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ভ’ইয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তার মুক্তির দাবীতে মুখ খুলছেন।

সময়কাল নিউজ