সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগ‌রে জামাই’র হা‌তে শ্বশুর খুন

সময়কাল ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী সংসার কর‌তে অস্বীকার করায় মে‌য়ের জামাইর হা‌তে শ্বশুর খুন হ‌য়ে‌ছেন। নিহত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান (৬২)। তি‌নি চম্পকনগর ইউ‌নিয়‌নের নূরপুর গ্রা‌মের মৃত শু‌লো রহমা‌নের ছে‌লে । জানা যায়, ৪ ন‌ভেম্বর শনিবার ভোর ৪টার সময় উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই ওই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া। নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তা‌দের ম‌ধ্যে ব‌নিবনা ছিল না । এক পর্যা‌য়ে না‌হিদা স্বামীর সংসার কর‌তে অস্বীকার করায় তার স্বামী ক্ষিপ্ত হ‌য়ে শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশি অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষ‌য়ে বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ রাজু আহ‌ম্মেদ জানান, মৃত‌দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চল‌ছে ।

সময়কাল নিউজ