বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
(২০ মার্চ) বৃহস্পতিবার বিকালে উপজেলার চান্দুরা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান।
এসময় তিনি চান্দুরা বাজারের একটি মুদি দোকানকে ৫ হাজার এবং একটি বেকারীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান জানান, দোকান গুলোতে দ্রব্যগুলো মূল্য তালিকা নেই। এছাড়াও তারা হঠাৎ করে দ্রব্য মূল্যে বৃদ্ধি করে বিক্রির দায়ে ভোক্তার অধিকার আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics