ইসরাত জাহান,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া),
সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সংলগ্ন অভিযান সেন্টারে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছহাক সরকার এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ওসি মো. রাজু আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান খান।
বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- ইছাপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এম শামিউল হক, প্রেস ক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. মাঈনুদ্দিন চিশতী, দৈনিক সরোদের বিজয়নগর প্রতিনিধি এ এইচ জহিরুল ইসলাম, অভিযানের প্রতিনিধি মো. সাইদুল ইসলাম ও মো. মুজিবুর রহমান সুজন ও পুতুল আফরিন প্রমুখ।
আলোচনা শেষে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন বিজয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন আহমেদ। দোয়া শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics