সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগরে পুনরায় দ্বায়িত্ব ফিরে পেল বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভ’ইয়া পুনরায় তার দ্বায়িত্ব ফিরে পেয়েছেন। জানা যায়, গত সোমবার হাইকোর্টের রিট আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাচাই করে তাকে তার দ্বায়িত্বে পুন: বহালের ব্যাপারে আদেশ প্রদান করেন মহামান্য হাই কোর্ট । এ দিকে তিনি তার দেয়া এক বক্তব্যে সাংবাদিকদেরকে বলেন, আমাকে অল্প সময়ে এ তালিকা প্রদান করতে নির্দেশ প্রদান করেন উপজেলা প্রশাসন। তাছাড়া দীর্ঘ দিন যাবৎ এ ইউনিয়নে সচিব না থাকায় এবং কতিপয় কিছু মেম্বার পরিষদে না আসায় আমাকে পরিষদের কয়েকজন মেম্বারের মাধ্যমে এ তালিকা করতে হয়েছে। মেম্বাররা তালিকা দিয়েছেন। এখানে আমার সরকারী অর্থ আত্বসাতের কী আছে ? বিষ্ণুপুর ইউনিয়ন ছাড়াও অনেক ইউনিয়নে তালিকা প্রকাশের পর এমন কিছু ভুল সংশোধন হয়েছে। আমিতু আমার নিজের বা পরিবারের কারো নাম উক্ত তালিকায় লিপিবদ্ধ করি নাই। মেম্বারদের মাধ্যমে সরকারী নির্দেশনা অনুযায়ী খেটে খাওয়া অসহায়, অসচ্ছল, দিন মুজুরদের তালিকা করা হয়েছিল। তাহলে আমার উপর কেন এ তীরটা বিধল ? দলীয় প্রতীকে জনগণ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচন করেছেন। জনগণ না চাইলে আমি এ পদে থাকব না। হয়তো অন্যজন আসবে। তবে আমি জনগনের কথা বিবেচনা করে বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিটি রাস্তা পাকা করেছি।উক্ত ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে ঘোষনা করার জন্য আবেদন করেছি। আমি আমার জীবনটাই জনগণের খেদমতে বিলিয়ে দিতে চাই।
উল্লেখ্য: গত বৃহষ্পতিবার দুপুরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের জন্য দেয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ।

সময়কাল নিউজ