সময়কাল ন্বিউজ ডেস্ক: প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে ৫০টি পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ভুপেশ চৌধুরী পাঠাগারের সামনে ত্রান বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।এসময় উপস্তিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, সিনিয়র সহ সভাপতি সামছুল ইসলাম লিটন,এশিয়ান টিভির প্রতিনিধি প্রভাষক সারুয়ার হাজারী পলাশ, সাংবাদিক কাজী শরিফ উদ্দিন, ইছাপুর ইউপি যুবলীগ সভাপতি রাষ্ট্র সরকার প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং সাংবাদিকদের সাথে সমাজের বিক্তবানদের সহযোগীতার হাত বাড়াতে হবে এবং মানুষকে নিজের ঘরে অবস্তান করতে হবে তা নাহলে এই মহা মারিতে কেউ বাঁঁচবেনা। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল,ডাল,তৈল, আলু,সাবান,লবন ইত্যাদি
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics