বিশেষ প্রতিনিধি : বিজয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাধ্যমে উপজেলার বিভিন্ন বাজারে আজ বুধবার দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে ও পানি ছিটানো হয়।
উপজেলার আমতলী বাজার, বিজয়নগর মোড়,দেওয়ান বাজার,খাটিংগা মোড়,আউলিয়াবাজার,চম্পকনগর বাজার সিঙ্গারবিল সহ বিভিন্ন বাজার ও মোড় গুলোতে জীবাণুনাশক স্প্রে ও পানি ছিটিয়ে পরিস্কার পরিছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া ও বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সি এ মোঃ কামরুল ইসলাম ভুঁইয়া,স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার বলেন করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলা আমাদের আশেপাশে পরিষ্কার পরিছন্ন রাখার বিকল্প নেই।তাই জীবাণুনাশক স্প্রে ও পানি দিয়ে বিভিন্ন বাজার,এলাকার মোড়,রাস্তাঘাট ও পরিবহণে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে উপজেলা প্রশাসন।আমি উপজেলার প্রত্যেকটি বাড়ির জনগনকে সচেতন থাকার পাশাপাশি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পরিস্কার পরিছন্ন রাখুন। সরকারের নিয়ম মেনে গণজমায়েত এড়িয়ে বাসায় থাকুন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics