সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগরে মাথা গোঁজার ঠাঁই পেল ১০০টি পরিবার

বিজয়নগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ১০০টি দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি ঘরে রয়েছে ২টি করে রুম, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট।

২০২০ সালের শেষ দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেমিপাকা ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হয়।গতকাল শনিবার (২৩ জানুয়ারি)  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়নগর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবারের মধ্যে মুজিববর্ষের উপহার হিসেবে ঘরগুলো প্রদান করা হয়।

একই সময় সারাদেশে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক করে জমি এবং একটি সেমিপাকা ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধামন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনী  অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে প্রদর্শন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই (আলী), উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা,প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সাংবাদিক মৃণাল চৌধুরী (লিটন) ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক (বাবু) সহ সকল সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

সময়কাল নিউজ