সময়কাল নিউজ
সময়কাল নিউজ

মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্ভোধনী সভায় উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

এম এ সাঈদ চৌধুরী মামুন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

আজ ১৩ই নভেম্বর সকাল ১১ঘটিকায় বিজয়নগরের চর ইসলামপুর ইউনিয়নে অবস্থিত মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার ৪তলা ভবনের শুভ উদ্ভোধন উপলক্ষে
এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,বিজয়নগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রাজু আহমেদ,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া এবং বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন।

প্রধান অতিথির প্রস্তাবে এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাদ্রাসার নতুন ভবনের নাম করন করা হয় এই ইউনিয়নের কৃতি সন্তান অত্র মাদ্রাসার সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি সদ্য প্রয়াত এডভোকেট তানভীর ভূইয়ার নামানুসারে এডভোকেট তানভীর ভূইয়া একাডেমিক ভবন।

সময়কাল নিউজ