বিজয়নগর ( ব্রাক্ষনবাড়িয়া) সংবাদদাতা ঃ “বেশি বেশি মাছচাষ করি বেকারত্ব দুর করি” এই স্লোগাকে সামনে রেখে বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিসদে প্রশিক্ষণ কর্মসুচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। এসময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো,হামিদুল হক সহ অফিসের লোকজন উপস্তিত ছিলেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics