বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিজয়নগর উপজেলার পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদ এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২শে ফেব্রুয়ারি রোজ সোমবার সারা দিন ব্যাপী পত্তন ইউনিয়নের বন্দর বাজার প্রাণঙ্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শায়খ সাজিদুল রহমান দা.বা.প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী শায়খ্ আব্দুল হক্ব দা.বা. এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম মিয়া (চেয়ারম্যান লেরিক গ্রুপ)
হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের ১ম পুরুস্কার স্বর্ণ পদক। বিজয়ী হন নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের মোঃ ফখরুল ইসলাম ইমন, পিতা মোঃ শামসুল হক ,২য় পুরুস্কার রৌপ্য পদক বিজয়ী হন একেই উপজেলার বিটঘর গ্রামের আব্দুল্লাহ আল মুসাঈদ, পিতা মোঃমনিরুজ্জামান, ৩য় পুরুস্কার ডিনার সেট বিজয়ী হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বীরামপুর গ্রামের মোঃ ইসহাক মিয়া পিতা মোঃবিল্লাল মিয়া,পুরুস্কার শেষে অনুষ্ঠান সমাপ্তি হয়।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics