সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগরে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত

এম এ সাঈদ চৌধুরী মামুন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ বিজয়নগর উপজেলা হল রুমে পালিত হয়। সহকারী সমবায় অফিসার মোঃ ফুল মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বে-সামরিক বিমান পরিবহন ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
সভার শুরুতে বন্ধন সমবায় সমিতির শাহজাহান সরকার পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং পবিত্র গীতা পাঠ করেন পিন্টু মালাকার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন,অভিযান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মুজিবুর রহমান সুজন, পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মনির হোসেন,আপন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির হুমায়ূন কবীর, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে সমবায়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। সভা শুরুর পূর্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয় এবং মনোমুগ্ধকর শোভাযাত্রা বের করা হয়।

সময়কাল নিউজ