সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগর‌ে বিজয় দিবস পালিত

সময়কাল ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনব্যাপী মহান বিজয় দিবস পা‌লিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রশাসন, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন ।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও  উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মেহের নিগারের সভাপতিত্বে এবং মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহরিুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,  ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, প্রেস ক্লাব বিজয়নগ‌রের সভাপ‌তি মৃনাল চৌধুরী লিটন, সাধারন সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার সাজের্ন্ট  মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান প্রমুখ। উক্ত মু‌ক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর উপজেলার ৫২ জন  মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শীতের পোষাক ব্লেজার প্রদান  করা হয়।

সময়কাল নিউজ