সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগর উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজয় নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান এ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার (১৫আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন,প্রেসক্লাব বিজয়নগর,মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জহিরুল ইসলাম ভূইঁয়া, সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রহমান,প্রেসক্লাব বিজয়নগর সভাপতি বাবু মৃণাল চৌধুরী( লিটন) ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক( বাবু) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়কাল নিউজ