ইসরাত জাহান,বিজয়নগর থেকে-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদুৎস্পৃষ্টে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত এমদাদুল হক বাবুল (১৪) পাঁচগাঁও হাফিজুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। এমদাদুল পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের চাপুর গ্রামের সাজু মুন্সির ছেলে।
সরেজমিন জানা যায়, মাদ্রাসার পাশে আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি জানান, উপজেলার পাঁচগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics