বিজয়নগর প্রতিনিধি :সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ২য় দিনেও উপজেলা বিভিন্ন স্থানে রয়েছে প্রশাসনের কঠোরতম নজরদারি।
আজ শনিবার ( ২৪ জুলাই ) বিজয়নগর উপজেলায় সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা কার্যকর করতে উপজেলার অামতলীবাজার,চান্দুরা মোড়, সাতবর্গবাজার, ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ চেকপোস্ট ও ইসলামপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে সরকারী নির্দেশ অমান্য করায় এবং মাস্কবিহীন অযথা বাইরে ঘুরাফিরা করায় সংক্রামক ব্যাধি ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল)আইন ২০১৮ অনুযায়ী ৪টি মামলায় ৭ ব্যক্তিকে ১৩০০/ টাকা জরিমানা করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. ইয়াসির আরাফাত ।
অভিযানে জনগনকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে সবসময় মাস্ক পরিধান করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না বের হওয়ার জন্য সতর্ক করা হয়।
এসময় বাংলাদেশ পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় প্রত্যক্ষ সহায়তা প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
Copyright © 2023 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics