সময়কাল নিউজ
সময়কাল নিউজ

বিজয়নগ‌রে আহ‌লে সুন্নাত ওয়াল জামাতের ক‌মি‌টি গঠন, সভাপ‌তি আক্তারুজ্জামান ও সম্পাদক সাংবা‌দিক হাজারী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করা হয়েছে ।
২৮ ডিসেম্বর সোমবার ২০২০ ইং উপজেলার বেগম মরিয়ম কিন্ডাররগার্টেন স্কুল মাঠ প্রঙ্গনে এ অনুষ্ঠা‌নের আয়োজন করা হ‌য়ে‌ছে ।
দৌলতবাড়ী দরবার শ‌রি‌ফের পীর সা‌হেব, খাজা‌য়ে বাঙ্গাল মাওলানা সৈয়দ নাইম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা মাসুদ মোল্লা মোজা‌হিদীর প‌রিচালনায় উক্ত অনুষ্ঠা‌নে বক্তব‌্য রাখেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল , প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরি লিটন ,সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু , ইছাপুরা ইউ‌নিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসহাক সরকার, সাধারন সম্পাদক নুরুল আমিন, প্রভাষক মোঃ ছানাউল্লাহ, কাজী শরিফ উদ্দিন, পীরজাদা মাওলানা লোকমান হুসাইন, মাওলানা খুর‌শিদ আলম নিজামী, মুফতী এনামুল হক,মাওলানা জা‌কির হো‌সেন,মাওলানা আব্দুর রহমান আয়ুবী, দুলাল মিয়া, মোঃ শা‌হিন আলম প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ২০২১ – ২০২২ ইং দু্ই বছ‌রের জন্য কমিটি গঠন করা হয়ে‌ছে। কমিটিতে চান্দুরা আ‌জিজীয়া দরবার শরিফের পীরজাদা পীর ক্বারী আক্তারুজ্জামান ছি‌দ্দিকী‌কে সভাপতি ও সাংবাদিক সারুয়ার হাজারী পলাশকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী ক‌মি‌টি গঠন করা হয়ে‌ছে । তাছাড়া ওলামা ক‌মি‌টি‌তে মাওলানা খুর‌শিদ আলম নিজামী‌কে সভাপ‌তি ও মুফতী এনামুল হক‌কে সাধারন সম্পাদক,যুব ক‌মি‌টি‌তে মোঃ দুলাল আহ‌মেদকে সভাপ‌তি ও মোঃ জা‌কির হো‌সেন‌কে সাধারন সম্পাদক, ছাত্র ক‌মি‌টি‌তে শেখ ম‌হিউ‌দ্দিন রু‌বেল‌কে সভপা‌তি ও মোঃ ম‌নির হো‌সেন‌কে সাধারণ সম্পাদক, ইমাম প‌রিষদ ক‌মি‌টি‌তে মাওলানা আব্দুর রব‌কে সভাপ‌তি, মাওলানা মাসুদ মোল্লা মোজা‌হি‌দি‌কে সাধারণ সম্পাদক, শ্রমিক ক‌মি‌টিতে মোঃ আবুল কা‌শেম‌কে সভাপ‌তি ও মোঃ আশকর আলী ক‌চি মোল্লা‌কে সাধারণ সম্পাদক, কৃষক ক‌মি‌টি‌তে অ‌হিদ ভূইয়া‌কে সভাপ‌তি ও মোঃ ধনু মিয়া‌কে সাধারণ সম্পাদক ক‌রে ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে ।

সময়কাল নিউজ