সময়কাল ডেস্ক :রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।
গার্ডারটি কীভাবে ভেঙ্গে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics