মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক। দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক। বিশিষ্ট সাংবাদিক নেতা। সৈয়দ আবদাল আহমেদের মা, সৈয়দা শাহারা খাতুন বার্ধক্য জনিত কারনে ৮ অষ্টোবর ২০১৯ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকায় সময়, তার ৩য় ছেলে সৈয়দ নূরুল ইসলাম এজাজের ঢাকার আগারগাঁও শেরে বাংলা নগর নিউ কলোনিতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৪ ছেলে ৫ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুর নিজ গ্রামে বাদ জোহর জানাযা নামাজ অনুষ্টিত হয়। জানাযা সৈয়দ অাবদাল অাহমেদ সহ নাসিরনগর উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন অাহমেদ,সাবেক উপজেলা চেয়ারম্যান,এ টি,এম মনিরুজ্জামান সরকার,ভাইসচেয়ারম্যান সৈয়দ ফজলে অাল ইয়াজ ফয়েজ চিশতি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।জানাযা পরান মরহুমার ছোট ছেলে হবিগঞ্জ সওদাগর মসজিদের পেশ ইমাম সৈয়দ এবাদ অাহমেদ।পরে পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সমিতিরি নাসিরনগর উপজেলা শাখা কর্মরত সকল সাংবাদিকরা শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics