সময়কাল নিউজ
সময়কাল নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার আসরগুলো গুড়িয়ে দিতে হবে—-মোকতাদির চৌধুরী এমপি

বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, সারা দেশে ক্যাসিনো, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যে অভিযান চলমান আছে এই অভিযানের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি দেশের প্রতিটি জেলায়, উপজেলায় ক্যাসিনো জুয়া ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

তিনি আজ ০৫ অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, এবারের সম্মেলন দলকে ইঁদুর মুক্ত করার সম্মেলন।

তিনি বলেন, রাজনীতিতে হার জিত থাকবে কিন্তু দলের প্রতি নেতা-কর্মীদের আনুগত্য থাকতে হবে। বিগত নির্বাচনগুলোতে দলের কমিটিতে থেকে যে সব নেতা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন, দলের গঠণতন্ত্র বিরোধী কর্মকান্ড করেছেন সে সব নেতাদের এবার কমিটিতে রাখা হবে না। তিনি বলেন, ঘরের খেয়ে ঘরের বেড়া কাটা ইঁদুর আমরা রাখব না। যারা দলের প্রতি অনুগত না থেকে ইঁদুরের মত কাজ করেন তাদের দলে থাকতে দেবো না। রাজনীতি আমাদের ব্যবসা না, আদর্শিক লড়াই। এখানে হারও আছে, জিতও আছে। নির্বাচনে হারলে ব্যবসায়ীদের জন্য লস, কারণ তাদের টাকা-পয়সা খরচ হয়।

তিনি বলেন, রাজনীতি হচ্ছে একটি আদর্শিক লড়াই। এখানে ঘাপটি মেরে বসে থাকা দলের বিরুদ্ধাচারণকারীদের ঠাঁই হবে না। সম্মেলনের মাধ্যমে দলকে আগাছা মুক্ত করা হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে আমরা কাজ করছি। দলের ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে দলের জন্য বুলেটপ্রুফ কমিটি গঠণ করা হবে।

তিনি আইন-শৃংখলা রক্ষা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, জুয়া দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে দেয়। তাই ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার আসরগুলো গুড়িয়ে দিতে হবে। রশিদ মার্কেট থেকে পেয়ারা মিয়া টাওয়ারসহ যেখানে জুয়া খেলা হয় সেসব স্থানের জুয়া বন্ধ করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।

সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

শোক প্রস্তাব পাঠ করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইুয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, অর্থ সম্পাদক হাজী মোঃ মহসিন মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন প্রমুখ।

সময়কাল নিউজ