বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া )সংবাদদাতা: বিজয়নগরে প্রথমবারের মত ২জন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে । এর মধ্যে ১ জন হোম কোয়রেন্টে আছে এবং অপরজন উপজেলা হাসপাতালের প্রাতিষ্টানিক কোয়রেন্টাইনে অবস্তান করছে। এজন্যে হরষপুর ইউনিয়নের পাচঁগাও ,বাগদিয়া খৈচামুড়া,সোনামুড়া এবং উপজেলা হাসপাতাল সংলগ্ন গ্রামকে লক ডাউন করা হয়েছে। এব্যাপারে বিজয়নগর হাসপাতালের ভারপ্রাপ্ত(টিএচও) ডা: আশরাফুল আলম স্বপন বলেন ,গত বুধবার উপজেলার হরষপুর ইউনিয়নের পাচগাওঁ গ্রামের হোম কোয়ারেন্টে থাকা আব্দুর বাছিরের ছেলে জাকির হোসেন(৩৫) ও প্রাতিষ্টানিক কোয়রেন্টাইনে থাকা চিনাই গ্রামের আবু নেসারের ছেলে মোবারক হোসেন (১৮) সহ কোয়ারেন্টে থাকা ৬জনের নমুনা সংগ্রহ করে উপজেলা নমুনা সংগ্রহ টিম ঢাকায় প্রেরন করে । আজ শনিবার রিপোর্ট আসলে জাকির হোসেন ও মোবারেক হোসেন এর রেজাল্ট পজিটিভ আসে এবং বাকী ৪ জনের নেগেটিভ আসে ।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন ,কোভিড ১৯ পজিটিভ রেজাল্ট আসায় হাসপাতাল ও আক্রান্ত এলাকার কয়েকটা গ্রামকে লক ডাউন করা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টেনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপজেলা বাসীকে ঘরে থাকার জন্য বলা হয়েছে ।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics