বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া )সংবাদদাতা :বিজয়নগরে ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার যাত্রী অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে । আজ বুধবার দুপুর ২ টায় উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রীজের পাশে এই দূর্ঘটনা ঘটে ।পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় ,চান্দুরা গামী সিএনজি অটোরিক্সা ও সিলেট গামী ট্রাক ঢাকা মেট্রো ট১৬Ñ৯৫৩৮ এর মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হয় এবং ৩জন আহত হয় ।তবে এদের পরিচয় পাওয়া যায়নি এবং আহতদের উদ্ধার করে মাধবপুর স্বাস্ত্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন , ,মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সাটি বিজয়নগর উপজেলার চান্দুরার দিকে আসছিল এসময় ঢাকা থেকে আসা সিলেট গামী ট্রাকের সাথে ধাক্কা লেগে অটোরিক্সাটি চেপে যায় এবং ঘটনাস্থলে ১ জন নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয় । ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics