বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা): বিজয়নগরে হাওর থেকে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিলের সামনের হাওরের জমি থেকে অজ্ঞাত (৮০) বছরের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আতিকুর রহমান বলেন ,আজ দুপুর ১ টার দিকে লোকজন থেকে খবর পেয়ে হাওরের জমি থেকে প্রায় (৮০) বছরের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং শরীলে কোন আঘাতের চিহ্ন নেই ।এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা । ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনা জানা যাবে ।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics