সময়কাল নিউজ
সময়কাল নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুইজনের মৃত্যু

সময়কাল নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ(১০ অক্টোবর) বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলী ঘাটুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুইজনই ছিল মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন দোলন সরকার (৩৬) ও রাজিব চৌধুরী (৩৮)। তারা দুইজন ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগ কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহত দোলন সরকার গাজীপুর সদর থানার হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে ও রাজিব চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের শহীদ চৌধুরীর ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন জানান, সকালে মোটরসাইকেল যোগে দোলন সরকার ও রাজিব চৌধুরী জেলা সদর থেকে সরাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দোলন সরকার মারা যায়। গুরুতর আহত রাজিব চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে রাজিব চৌধুরী মারা যান।

সময়কাল নিউজ