সময়কাল নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় উজ্জ্বল মিয়া (২৭) নামের এক ব্যাটারি চালিত রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কের পীরবাড়ি নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের হাসান মিয়ার ছেলে। এই ঘটনার পর সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্যাটারি চালিত রিকশা চালিয়ে উজ্জ্বল মিয়া জেলা সদরের দিকে আসছিল। এসময় পেছন থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে রিকশাটি ছিটকে সড়কের পাশে চলে যায়৷ এউ ঘটনায় ঘটনাস্থলেই রিকশার চালক হাসান মিয়া নিহত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি সহ এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics