নিজস্ব প্রতিবেদক : চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও প্রচারাভিযানে সক্রিয় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিবা খান।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনের ন্যায় আজও লকডাউন কার্যকর করতে মাঠে আইনশৃখংলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন। এসময় সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং সরকারের দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
আজ (২৮ জুলাই) বুধবার দিনব্যাপী কসবা পুরাতন বাজার, কাঠেরপুল বাজার এবং কুটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
স্বাস্থ্যবিধি অমান্য ও সরকারে নির্দেশ অমান্য করে দোকান খোলা সহ অযথা ঘুরাঘুরি করায় ৬টি মামলায় ৬ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিবা খান।
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics