সময়কাল নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী লিটন মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ।
আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রামের দানা মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ২০১০ সালে ১শ বোতল ফেন্সিডিল সহ সদর মডেল থানা পুলিশ লিটনকে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছিল। ওই মামলায় সে জামিনে বের হয়ে আসে। মামলার রায়ে তাকে বিজ্ঞ আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর লিটন পলাতক ছিল।
বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী নিয়ামত উল্লাহ শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।::
Copyright © 2022 সময়কাল নিউজ | Design & Developed By: ZamZam Graphics