সময়কাল নিউজ
সময়কাল নিউজ

ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ হতে সেনিটাইজার, মাস্ক,সবান ও লিফলেট বিতরণ

আসাদুজ্জামান আসাদঃ করোনা ভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমেছে ছাত্রলীগ। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অলিতে-গলিতে মাস্ক, স্যানিটাইজার,সাবান ও সচেতনতামূলক লিফলেট প্রচার করছে সংগঠনটি। মঙগলবার (২৪মার্চ) ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চে,জেলা আওয়ামীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক অফিসের সামনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংগঠনটির নেতারা। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করলেও ছাত্র সংগঠন হিসেবে মানুষকে সহায়তা করতে এগিয়ে এলো ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সবান বিতরণ করেছি। এছাড়া সচেতনমূলক লিফলেটও কয়েক হাজার তৈরী করা হয়েছে। আমরা সেগুলো বিতরণ শুরু করছি আগে থেকেই ।

সাধারণ সম্পাদক শাহাদাত শোভন জানান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পর শিশু পরিবার সহ বিভিন্ন সংস্থাতে ও পাঠানো হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হাতে গ্লাভস মুখে মাস্ক লাগিয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া বাসীর হাতে একটি করে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিচ্ছেন।এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্ত,শামিম আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক নাইম বিল্লাহ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সময়কাল নিউজ